ডাউন সিনড্রোম বলতে বুঝানো হয়-
A গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
B ধানগাছের বিশেষ রোগ
C নৈতিক অবক্ষয়ের লক্ষণ
D ফলের অপরিনত বিকাশ
Solution
Correct Answer: Option A
- ডাউন সিনড্রোম একটি ক্রোমোজোমাল রোগ।
- এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে।
- এ রোগের কোন প্রতিকার নেই।