Solution
Correct Answer: Option D
- মানবদেহে তিন ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয়। এর গড় আয়ু ১২০ দিন।
- লোহিত কণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড পরিবহন করে।
- এতে হিমোগ্লোবিন (৯০%) থাকায় একে Red Blood Cell (RBC) বলে।
- শ্বেতকণিকা আকার বিহীন। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন। এতে হিমোগ্লোবিন না থাকায় শ্বেত রক্তকণিকাকে White Blood Cell বা WBC বলে।
- মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্তকণিকা থাকে।
- শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত ১ : ৭০০।