Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষার মৌলিক রূপ ২টি। যথা: কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি।
- লেখ্য ভাষা রীতি আবার দুইভাগে বিভক্ত। যথা: সাধু রীতি ও চলিত রীতি।
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা বলে।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- যেমন: পার হইয়া (সাধু); পেরিয়ে (চলিত); বন্য (সাধু); বুনো(চলিত)।