Solution
Correct Answer: Option A
- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরূঢ় শব্দ বলে।
- যেমন: পঙ্কজ → পঙ্কে জন্মে যা । শৈবাল, শালুক, পদ্মফুল ইত্যাদি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে।
- কিন্তু ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র ‘পদ্মফুল' অর্থে ব্যবহৃত হয়। তৈল- রূঢ়ি শব্দ; মধুর ও নবাবী- যৌগিক শব্দ।