বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?
A দুই সেকেন্ড
B এক সেকেন্ড
C তিন সেকেন্ড
D চার সেকেন্ড
Solution
Correct Answer: Option B
- হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে বিস্ময় ও সম্বোধন চিহ্ন বসে।
- বিস্ময় চিহ্নের ক্ষেত্রে এক সেকেন্ড থামতে হয়।
- যেমন: আহা! কি চমৎকার দৃশ্য।