Solution
Correct Answer: Option C
- হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার রঞ্জক পদার্থ।
- এটি এক প্রকার সংযুক্ত প্রোটিন (আমিষ)।
- এর প্রধান দুটি উপাদান হলো হিম বা আয়রন (৪%) এবং গ্লোবিন বা হিস্টন জাতীয় প্রোটিন (৯৬%)।
- একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৩-১৬ গ্রাম।
- রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ধর্মনি থেকে দেহের সবস্থানে অক্সিজেন সরবরাহ করা।