হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?

A ক্যালসিয়াম

B আয়োডিন

C আয়রন

D পটাশিয়াম

Solution

Correct Answer: Option A

- ক্যালসিয়াম ও ফসফরাস দেহের অস্থি ও দাঁত গঠনে ভূমিকা রাখে।
- এছাড়াও দেহের অম্ল-ক্ষার সমতা রক্ষায় সাহায্য করে।
- ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে এবং ফসফরাস, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য উপাদান বিপাকে সাহায্য করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions