Solution
Correct Answer: Option C
- ‘ব্যাকরণ’ শব্দটি সংস্কৃত থেকে এসেছে।
- ‘ব্যাকরণ’ (বি+আ+√কৃ+অন) শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
- ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ।
- গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয়।
- এরিস্টটল তাঁর ‘পোয়েটিকস’ গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন।
- খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে ডাইওনোসাস থ্রাক্স তাঁর ‘গ্রাম্মাতিকেই থাকনি’ গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় ‘রূপতত্ত্ব’ নিয়ে আলোচনা করেন। এটি গ্রিক ব্যাকরণ রচনার প্রথম প্রয়াস।