Solution
Correct Answer: Option A
- সন্ধি ও সমাস, উভয়ই নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। উভয় প্রক্রিয়াতেই নতুন শব্দ গঠিত হয়।
- সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই পদসংখ্যা হ্রাস পায়।
- সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই কোনো না কোনো ভাবে একাধিক উপাদানের মিলন ঘটে।
- তবে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের (ধ্বনির সঙ্গে ধ্বনির) মিলন হয়। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে।