কাঁদ্ + না — এটি কোন সন্ধি ?
A স্বরসন্ধি
B ব্যঞ্জনসন্ধি
C খাটি বাংলা সন্ধি
D বিসর্গ সন্ধি
Solution
Correct Answer: Option B
-স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে সন্ধি হলে ব্যঞ্জন সন্ধি হয়।
যেমন,
-বিপজ্জনক = বিপদ + জনক
-কান্না = কাঁদ্ + না।