নিম্নের কোন দেশটি OPEC  এর সদস্য নয় ?  

A আলজেরিয়া

B ফ্রান্স

C ইরান

D লিবিয়া

Solution

Correct Answer: Option B

- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে Organization petroleum exporting countries (OPEC) গঠন করা হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি এবং বর্তমান (২০২৩) সদস্য দেশের সংখ্যা ১৩।
- এর সদর দপ্তর অষ্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- OPEC এর অন্যতম উদ্দেশ্য হলো সদস্য দেশ গুলোর মধ্যে তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions