Solution
Correct Answer: Option B
- কুতুব মিনার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার।
- এটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার।
- ১১৯২ সালে কুতুবউদ্দিন আইবেক এই মিনারের নির্মাণ কাজ আরম্ভ করেন।
- ইলতুতমিশ এর আমলে এর নির্মাণ কাজ শেষ হয় এবং আলাউদ্দিন খিলজির আমলে মিনারের প্রাঙ্গণ এবং নির্মাণ কার্য সম্পাদন হয়।
- সুফি কুতুব উদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে এর নামকরণ করা হয় কুতুব মিনার।