বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B ঈশ্বরচন্দ্র গুপ্ত

C স্বর্ণকুমারী দেবী

D বিহারীলাল চক্রবর্তী

Solution

Correct Answer: Option D

- যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে ‘গীতিকবিতা’ বলে।
- বিহারীলাল চক্রবর্তীই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ভোরের পাখি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি, কবিগুরু; ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি যুগসন্ধিক্ষণের কবি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions