একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
A 3 গুন
B 6 গুন
C 9 গুন
D 18 গুন
Solution
Correct Answer: Option A
বৃত্তের ব্যাসার্ধ ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পায়। বিপরীতভাবে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ ৩ গুণ বৃদ্ধি পায়।