১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
১ হালি =৪টি
১০ টাকায় ক্রয় করে ৪টি লেবু
১ টাকায় ক্রয় করে ৪/১০টি লেবু
আবার,
২০% লাভে বিক্রয়মূল্য =১০০+২০=১২০টাকা
১২০টাকায় বিক্রয় করতে হবে ৪০টি
১ টাকায় বিক্রয় করতে হবে ৪০/১২০টি
৬০টাকায় বিক্রয় করতে হবে (৪০x৬০)/১২০= ২০টি
অতএব, ৫ হালি।