সূর্যের উন্নিত কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
A 415.69 মিঃ
B 315.69 মিঃ
C 417 মিঃ
D 315 মিঃ
Solution
Correct Answer: Option A

মনেকরি,
মিনারের উচ্চতা h মিটার
উন্নতি কোণ ∠ABC = 60°
⇒ tan ∠ABC = AB/BC
⇒ tan 60° = h/240
⇒ h = 240 x tan 60°
= 240 x √3
= 415.69 মি.