ভুটানের মুদ্রার নাম কি?

A রূপী

B বাথ

C রুশিয়া

D গুলট্রাম

Solution

Correct Answer: Option D

বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষায় এই দেশের মুদ্রা প্রায় প্রায় আসেঃ
♦ ভারত - রুপী।
♦ শ্রীলংকা - রুপী।
♦ নেপাল - রুপী।
♦ মরিসাস - রুপী।
♦ পাকিস্তান - রুপী
♦ ইন্দোনেশিয়া- রুপাইয়া
♦ ভুটান - গুলট্রাম।
♦ মায়ানমার - কিয়াট।
♦ মালয়েশিয়া - রিঙ্গিত
♦ চীন - ইউয়ান।
♦ জাপান - ইয়েন।
♦ উত্তর কোরিয়া - ওয়ান।
♦ দক্ষিন কোরিয়া - ও’ন।
♦ রাশিয়া - রুবল।
♦ দক্ষিন আফ্রিকা - র‌্যাং ন্ড।
♦ আর্জেন্টিনা - পেসো।
♦ চিলি - পেসো।
♦ কিউবা - পেসো।
♦ কেনিয়া - শিলিং।
♦ সুইজারল্যান্ড - ফ্রাংক।
♦ ইউরোমুদ্রা - ১৯টি দেশে
♦ গ্রীস - দ্রাকমা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions