ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

A লন্ডন

B ব্রাসেলস

C রোম

D প্যারিস

Solution

Correct Answer: Option B

- ২৫ মার্চ, ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) প্রতিষ্ঠা লাভ করে।
- পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হলে ১ জানুয়ারি, ১৯৯৫ সালে ইউরোপ মহাদেশের দেশসমূহের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা লাভ করে।
- EU এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো ১৫টি।
- বর্তমান সদস্য সংখ্যা ২৭টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions