Solution
Correct Answer: Option A
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’ (১৯২২)।
- পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন “কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।
- আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।” এ মন্তব্যটি পত্রিকার পাতার শীর্ষে লেখা থাকতো।
- মার্চ, ১৯২৩ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা 'লাঙল' (১৯২৫) ও ‘নবযুগ' (১৯৪১)। মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা ‘সওগাত' (১৯১৮); প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা ‘সবুজপত্র' (১৯১৪); দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা ‘ভারতী’ (১৮৭৭)।