‘ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-

A বন্ধুভাবাপন্ন

B শত্রু

C রাবণের ভাই

D যে গৃহে বিবাদ করে

Solution

Correct Answer: Option D

কিছু ব্যতিক্রম ধর্মী বাগধারার অর্থ

টেকে গোঁজা' বলতে কী বুঝায়?
- পকেট ভারী করা।

ব্যাঙ্গের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
- অর্থের অহংকার।

'মাছি মারা কেরানি’ অর্থ কী?
- বিচারবোধহীন নকলনবিশ।

' লেজে খেলানো' বাগধারাটরি অর্থ কী?
- বশীভূত করা।

'বাপের ঠাকুর’ বাগধারাটির অর্থ হলো
- উচ্ছন্নে যাওয়া।

' হালে পানি পাওয়া’ র্অথ কী?
- বিপদমুক্ত হওয়া।

'পঞ্চত্বপ্রাপ্তি’ র্অথ কী?
- মারা যাওয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions