কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
A গাম্ভীর্য
B প্রমিত উচ্চারণ
C তৎসম শব্দের বহুল ব্যবহার
D ব্যাকরণ অনসরণ করে চলে
Solution
Correct Answer: Option B
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল।
- চলিত রীতির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রমিত উচ্চারণ।
- ফলে এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী।