• Article এর নিয়মানুযায়ী, কোন জায়গা স্বাভাবিক বা যে উদ্দেশ্যে ব্যবহার করার কথা সে উদ্দেশ্যে ব্যবহার করলে তার পূর্বে কোন article বসে না. যেমনঃ
School, college,
hospital, prison, mosque, market, court of ইত্যাদি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, ঐ উদ্দেশ্যে ব্যবহার করলে articl বসবে না।
- He went to market.
- I go to school.
- He went hospital for treatment purposes.
• কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.
- I went to the school to pick up my daughter।
যেহেতু প্রদত্ত প্রশ্নে subject Rahim একজন patient হিসেবেই hospital এ গিয়েছিল অর্থাৎ রহিম মূখ্য উদ্দেশ্যে হসপিটালে গিয়েছিল তাই এখানে hospital এর পুর্বে article বসবে না।
সুতরাং, সঠিক উত্তর - no article.