দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক দশক স্থানীয় অংকের তিনগুন। দশক স্থানীয় অংক ৩ হলে বিনিময়কৃত সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
দশক স্থানীয় অংক = ৩
একক স্থানীয় অংক= ৩×৩=৯
∴ সংখ্যাটি= (১০ × ৩) + ৯
= ৩০ + ৯
= ৩৯
অংকদ্বয়ের স্থানবিনিময়কৃত সংখ্যাটি = ৯৩