একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০০ হলে, গাছটির উচ্চতা কত?
A ১৭.৩২ মিঃ
B ১৭.৭২ মিঃ
C ১৬.৬৫ মিঃ
D ১৭.৭৫ মিঃ
Solution
Correct Answer: Option A

মনেকরি,
গাছটির উচ্চতা, AB = h মি.
BC = 10 মি.
ΔABC-এ
tan60° = AB/BC
⇒ √3 = h/10
⇒ h = √3 × 10
⇒ h = 1.732 × 10
.: h = 17.32 মি.