সর্বশেষ ইউরো মুদ্রা চালু করে কোন দেশ?

A গ্রীস

B ক্রোয়েশিয়া

C লাটভিয়া

D রুমানিয়া

Solution

Correct Answer: Option B

- ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে ।
- এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল ।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০ টি দেশসহ মোট ২৭ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ১ জানুয়ারি, ২০২৩ সালি ক্রোয়েশিয়া যুক্ত হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions