পৃথিবীকে সমান দুই ভাগ করেছে কোন রেখা?
A সমাক্ষ রেখা
B নিরক্ষ রেখা
C মেরু রেখা
D দ্রাগিমা রেখা
Solution
Correct Answer: Option B
- পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব-পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে।
- ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়।
- এই দুদিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়।