Let us go for a walk ... the river.

A across

B through

C along

D over

Solution

Correct Answer: Option C

প্রশ্নের বাক্যে Let us go for a walk ... the river. অর্থ হচ্ছে আমরা নদীর পাশ দিয়ে হাঁটার জন্য যাবো। এখানে along word টি উপযুক্ত কারণ এটি নির্দেশ করে কোন রাস্তা, নদী বা কোনো দীর্ঘ স্থানের পাশে বা বরাবর হাঁটা চলা হচ্ছে।

- along মানে কোনো স্থানের পাশে বা বরাবর চলা বা অবস্থিত থাকা।
- across মানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, অর্থাৎ নদীর ওপাশে যাওয়া।
- through দ্বারা বোঝায় কোনো জায়গার ভিতর দিয়ে যাওয়া বা পেরিয়ে যাওয়া, যা নদীর ক্ষেত্রে সাধারণত সম্ভব নয়।
- over মানে উপরে বা পার হওয়া, যেমন সেতু অথবা অন্য কোনো উপায়ে নদী পাড় হওয়া।

অতএব, এখানে along the river ব্যবহার করলে অর্থ হবে নদীর পার্শ্ব বরাবর হাঁটা যা বাক্যের নিয়োজিত ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাক্যে অন্য যেকোনো preposition ব্যবহারে অর্থ পরিবর্তিত হয়ে ভুল বোঝা যায়। সুতরাং সঠিক উত্তর along.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions