Am to/is to/are to যুক্ত active voice কে
passive voice এ রূপান্তর করার নিয়ম: object কে sub
+ am to/is to + are to be + v3.
passive form : This is impossible to be
done.
P.B Shelley (1792-1822), S.T. Coleridge
(1772- 1834), John Keats (1775-1821) হচ্ছে
রোমান্টিক যুগের লেখক। অন্যদিকে T.S Eliot (1888-
1965) হচ্ছে modern যুগের লেখক।
‘কাউকে কোনো কিছুর দায়ে অভিযুক্ত করা অর্থে
Charge এর পরে preposition হিসেবে with বসে।
The man was charged with theft- লোকটিকে চুরির
দায়ে আভযুক্ত করা হলো।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে ৮ জানুয়ারি,
১৯৭২ সালে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি,
১৯৭২ সালে বেলা ১টা ৪১ মিনিটে সদ্য স্বাধীন
বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ১৬
ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর
স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ
করে। বঙ্গবন্ধু এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে
আলোর পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কারাগারের জীবনকেন্দ্রিক রচনা ‘কারাগারের রোজনামচা।
বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন
পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি
সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি
থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা
লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘কারাগারের
রোজনামচা’ । গ্রন্থটির নামকরণ করেন এবং ভূমিকা লেখেন
গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে
বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। ‘কারাগারের রোজনামচা'
প্রকাশিত হয়। ‘কারাগারের রোজনামচা' নামটির প্রস্তাবক
শেখ রেহানা। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।
বঙ্গবন্ধু রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং তৃতীয়
গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’ ।
প্রথম
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে ৬টি মূল অঙ্গসংস্থা নিয়ে
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। মূল ৬টি সংস্থা হলো- সাধারণ
পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
সচিবালয়, অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত। এর
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ
১৯৩। সংস্থাটির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
অবস্থিত।
লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সকল
লিপিই ফিনিশিয় লিপি থেকে উদ্ভব হয়েছে। প্রাচীন ভারতের
প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। এ
ভারতীয় লিপির রূপ দুইটি। যথা: ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী
লিপি। ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে
নাগর
পরিবর্তিত হয়ে তিনটি রূপ ধারণ করে। যথা: সারদা,
ও কুটিল। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা
লিপির উৎপত্তি হয়েছে।
যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সে
ভাষার বর্ণমালা বলে। বাংলা ভাষার বর্ণ সম্পর্কিত চিহ্ন বা
প্রতীককে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণ মোট ৫০টি।
স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে
ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম:
আম্বিকাপুর) । তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর
অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর
কবরের পাশে সমাহিত করা হয়। তাঁর রচিত কাব্য:
‘রাখালী’ (১৯২৭), ‘নক্সীকাঁথার মাঠ' (১৯২৯), ‘সোজন
বাদিয়ার ঘাট (১৯৩৪), ‘এক পয়সার বাঁশি' (১৯৫৬),
‘বালুচর’ (১৯৩০), ‘ধানক্ষেত' (১৯৩৩), ‘রূপবতী’
(১৯৪৬), ‘মা যে জননী কান্দে' (১৯৬৩), ‘মাটির কান্না’
(১৯৫৮), ‘সকিনা’ (১৯৫৯)।
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, উ-কার কিংবা ঊ-
কারের পর উ ও ঊ ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-
ফলা হয় এবং ব-ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে
লেখা হয়। যেমন: তনু+ঈ (উ+ঈ = ব+ঈ) = তন্বী।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর, ১৯২২)। এ কাব্যে মোট ১২টি কবিতা আছে। এর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ ‘সাপ্তাহিক বিজলী' পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১) - জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয়। এ কবিতার জন্যই তাকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়।
- ‘প্রলয়োল্লাস' এ কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতা ‘মোহররম'।
মনেকরি, পিতার বর্তমান বয়স = ৭x বছর এবং,পুত্রের বর্তমান বয়স = ২x বছর প্রশ্নমতে, (৭x + ৫) : (x + ৫) = ৮ : ৩ ⇒(৭x+৫) / (২x + ৫) = ৮/৩ ⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০ ⇒২১x - ১৬x = ৪০ - ১৫ ⇒ ৫x = ২৫ ⇒ x = ৫
∴ পিতার বর্তমান বয়স = ৭ X ৫ = ৩৫ বছর এবং,পুত্রের বর্তমান বয়স = ২ × ৫ বছর = ১০ বছর
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।