কারা অধিদপ্তর (কারারক্ষি ও মহিলা কারারক্ষি)- ১১.০২.২০২৩ (35 টি প্রশ্ন )
Am to/is to/are to যুক্ত active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম: object কে sub + am to/is to + are to be + v3. passive form : This is impossible to be done.
শুদ্ধ বাক্য: Here he comes. কারণ assertive sentence এর structure অনুযায়ী বাক্যটি গঠিত হয়েছে।
সাধারণত verb-কে modify-কারী শব্দকে adverb হিসেবে গণ্য করা হয়। প্রদত্ত বাক্যে fast শব্দটি বাক্যের verb ‘runs’-কে modify করেছে।
Acumen (তীক্ষ্ণ বিচারশক্তিসম্পন্ন) অর্থ- Quick understanding ability.
Fidelity (বিশ্বস্ততা) এর synonym হচ্ছে loyalty (অনুগত্য)। Injurious- ক্ষতিকর; repent- অনুশোচনা করা; praise- প্রসংশা করা।
P.B Shelley (1792-1822), S.T. Coleridge (1772- 1834), John Keats (1775-1821) হচ্ছে রোমান্টিক যুগের লেখক। অন্যদিকে T.S Eliot (1888- 1965) হচ্ছে modern যুগের লেখক।
অপশনগুলোর মধ্যে শুধুমাত্র again শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া beside, within, through শব্দগুলো preposition হিসেবে ব্যবহৃত হয়।

শুদ্ধ বাক্য: I have finished writing. কারণ,পাশাপাশি দুটি verb থাকলে দ্বিতীয় verb টির সাথে ing যুক্ত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
‘কাউকে কোনো কিছুর দায়ে অভিযুক্ত করা অর্থে Charge এর পরে preposition হিসেবে with বসে। The man was charged with theft- লোকটিকে চুরির দায়ে আভযুক্ত করা হলো।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে ৮ জানুয়ারি, ১৯৭২ সালে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি, ১৯৭২ সালে বেলা ১টা ৪১ মিনিটে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। বঙ্গবন্ধু এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেন।

আরব তথা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

-সৌদি আরব: ১৬ আগস্ট, ১৯৭৫

-কুয়েত: ৪ নভেম্বর, ১৯৭৩

-জর্ডান: ১৬ অক্টোবর, ১৯৭৩


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা ‘কারাগারের রোজনামচা। বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘কারাগারের রোজনামচা’ । গ্রন্থটির নামকরণ করেন এবং ভূমিকা লেখেন গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। ‘কারাগারের রোজনামচা' প্রকাশিত হয়। ‘কারাগারের রোজনামচা' নামটির প্রস্তাবক শেখ রেহানা। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। বঙ্গবন্ধু রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’ । প্রথম
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে ৬টি মূল অঙ্গসংস্থা নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। মূল ৬টি সংস্থা হলো- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ ১৯৩। সংস্থাটির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

-সিসমোমিটার: ভূমিকম্প

-ব্যারোমিটার: বায়ুর চাপ

-থার্মোমিটার: উষ্ণতা পরিমাপ

-ম্যানোমিটার: গ্যাসের চাপ


★ শুবাচ আমারে খাইছে
তাহের বললেন, শুবাচ আমারে খাইছে।
মাহদি বললেন, কীভাবে খাইল? আপনি তো দিব্যি আছেন।
তাহের : সেদিন সকালে গিন্নি বাজারের ফর্দ দিলেন আমাকে। দেখি লবণ বানানে মূর্ধন্য-ণ নেই।
মাহদি : মূর্ধন্য-ণ কোথায় গেল?
তাহের : গিন্নিকে বললাম, লবন [লবণ] বানানে মূর্ধন্য-ণ হবে। দন্ত্য-নযুক্ত লবণ শুদ্ধ নয়। মূর্ধন্য-ণযুক্ত লবণই খাঁটি লবণ।
গিন্নি বলল, তোমাকে মূর্ধন্য-নযুক্ত লবণ আনতে হবে না।
কী যুক্ত লবণ আনব?
গিন্নি বলল, আয়োডিনযুক্ত লবণ আনলেই চলবে।
বুঝেছি।
গিন্নি বলল, কী বুঝেছ?
আমি বললাম, আয়োডিনযুক্ত লবণে মূর্ধন্য-ণ নেই।
মাহদি : তাহলে শুবাচ কীভাবে আপনাকে খাইল?
তাহের : শুবাচে গিয়েই তো শিখেছি লবণ বানানে মূর্ধন্য-ণ হবে।

গ্রন্থ : বাংলা কথায় বাংলা কৌতুক
লেখক : ড. মোহাম্মদ আমীন 

লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সকল লিপিই ফিনিশিয় লিপি থেকে উদ্ভব হয়েছে। প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। এ ভারতীয় লিপির রূপ দুইটি। যথা: ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে নাগর পরিবর্তিত হয়ে তিনটি রূপ ধারণ করে। যথা: সারদা, ও কুটিল। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে।
যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে। বাংলা ভাষার বর্ণ সম্পর্কিত চিহ্ন বা প্রতীককে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণ মোট ৫০টি। স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ- কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ- কার হয়; আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: হিম+আলয় (অ+আ = আ) = হিমালয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
"বাংলাভাষায় ব্যবহৃত চতুর্বিধ 'আম' শব্দ"
 
বাংলায় চার রকমের অর্থ নিয়ে ৪টি 'আম' শব্দ বিরাজমান। কিন্তু এর একটিও নিখাদ দেশি শব্দ নয়। উক্ত চতুর্বিধ 'আম' শব্দের, তিনটি সংস্কৃত ও একটি ফারসি শব্দজ।
১) আম (বি)> সংস্কৃত 'অম্ল' শব্দজাত
অর্থ— পেটের একপ্রকার রোগে মলদ্বার
দিয়ে নিসৃত পদার্থ। (আমাশয় =
আম + আশয়)

২) আম (বি)> সংস্কৃত 'আম্র' শব্দজাত
অর্থ— শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ
ফলবিশেষ।

৩) আম (বিণ)> সংস্কৃত শব্দজাত
অর্থ— অপক্ব, কাঁচা (আম মাংস);
অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)

৪) আম (বি, বিণ)> ফারসি শব্দজাত
অর্থ— (বি) সাধারণ।
(বিণ) সর্বসাধারণের। (আমদরবার)

সংস্কৃত ‘অভি’ উপসর্গযোগে গঠিত ‘অভিরাম' শব্দের অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।

পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম: আম্বিকাপুর) । তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়। তাঁর রচিত কাব্য: ‘রাখালী’ (১৯২৭), ‘নক্সীকাঁথার মাঠ' (১৯২৯), ‘সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), ‘এক পয়সার বাঁশি' (১৯৫৬), ‘বালুচর’ (১৯৩০), ‘ধানক্ষেত' (১৯৩৩), ‘রূপবতী’ (১৯৪৬), ‘মা যে জননী কান্দে' (১৯৬৩), ‘মাটির কান্না’ (১৯৫৮), ‘সকিনা’ (১৯৫৯)।
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, উ-কার কিংবা ঊ- কারের পর উ ও ঊ ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব- ফলা হয় এবং ব-ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন: তনু+ঈ (উ+ঈ = ব+ঈ) = তন্বী।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর, ১৯২২)। এ কাব্যে মোট ১২টি কবিতা আছে। এর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ ‘সাপ্তাহিক বিজলী' পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১) - জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয়। এ কবিতার জন্যই তাকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়।

- ‘প্রলয়োল্লাস' এ কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতা ‘মোহররম'।

তাঁর রচিত অন্যান্য কাব্য:
- ‘দোলনচাঁপা' (১৯২৩),
- 'বিষের বাঁশি' (১৯২৪),
- ‘ভাঙার গান' (১৯২৪),
- 'ছায়ানট' (১৯২৪),
- 'চিত্তনামা' (১৯২৫),
- ‘ঝিঙেফুল' (১৯২৬),
- ‘সাতভাই চম্পা' (১৯২৬),
- ‘সর্বহারা’ (১৯২৬),
- ‘সিন্ধু হিন্দোল’ (১৯২৭),
- ‘ফণি-মনসা' (১৯২৭),
- ‘চক্রবাক' (১৯২৯),
- 'সন্ধ্যা' (১৯২৯),
- 'প্রলয়শিখা' (১৯৩০),
- ‘মরুভাস্কর’ (১৯৫০),
- ‘শেষ সওগাত' (১৯৫৮),
- ‘সাম্যবাদী’ (১৯২৫),
- ‘জিঞ্জির' (১৯২৮),
- ‘পূবের হাওয়া’ (১৯২৫),
- ‘নির্ঝর’ (১৯৩৯),
- ‘নতুন চাঁদ’ (১৯৩৯)।
দেওয়া আছে,
(a+b) = 7
এবং (a-b) = 5
∴ab = (a+b/2)2 - (a-b/2)2
=(7/2)2 - (5/2)2
=49/4 - 25/4
=49-25/4
=24/4
=6


এখানে,
৫/৬ × ১১/১২   ⇒ ৬০ < ৬৬ ∴ ৫/৬ ছোট
৫/৬ × ৭৫/১০০   ⇒ ৫০০ < ৪৫০ ∴ ৭৫/১০০ ছোট
৭৫/১০০ × ৯/১০   ⇒ ৭৫০ < ৯০০ ∴ ৭৫/১০০ ছোট
∴ ৭৫/১০০ ক্ষুদ্রতম
log216
=log224
=4log22
=4.1
=4
মনেকরি, পিতার বর্তমান বয়স = ৭x বছর 
এবং,পুত্রের বর্তমান বয়স = ২x বছর
প্রশ্নমতে, (৭x + ৫) : (x + ৫) = ৮ : ৩
⇒(৭x+৫) / (২x + ৫) = ৮/৩
⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০
⇒২১x - ১৬x = ৪০ - ১৫
⇒ ৫x = ২৫
⇒ x = ৫
∴ পিতার বর্তমান বয়স = ৭ X ৫ = ৩৫ বছর
এবং,পুত্রের বর্তমান বয়স = ২ × ৫ বছর = ১০ বছর



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে, x-y=10
এবং, xy =30
∴x3 - y3 = (x-y)3 + 3xy(x-y)
             = (10)3 + 3.30.10
             = 1000 + 900
             = 1900
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0