পিএসসি সহকারী তথ্য অফিসার - ১.১১.২০২২ (100 টি প্রশ্ন )

Verb এর সাথে ing -যুক্ত form যখন এক সাথে Verb ও Adjective-এর কাজ সম্পন্ন করে, তখন তাকে Present Participle বলে।বাক্যটিতে burning 'adj' এর মতো কাজ করে ।সুতরাং এটি present participle
বড়ু চন্ডীদাস রচিত বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো - শ্রীকৃষ্ণকীর্তন। ১৩ খণ্ডে রচিত এ কাব্য গ্রন্থটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রননাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কার করেন।
কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। 
একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। সৌরজগৎ এ রকম 
একটি ছায়াপথের অন্তর্গত।
 ছায়াপথ প্রধানত  ৩ প্রকারঃ
- উপবৃত্তাকার ছায়াপথ 
- লেন্টিকুলার ছায়াপথ 
- সর্পিল ছায়াপথ

২৫৩÷ ১১=২৩
২৫৩ মৌলিক সংখ্যা নয়
অথবা , ২০০ হতে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ২১১,২২৩, ২২৯,২৩৩,২৩৯,২৪১,২৫১,২৫৭,২৬৩,২৭১,২৮১,২৮৩,২৯৩
পূর্ণ বর্গসংখ্যা ব্যতীত সকল সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। বার যে সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় যেখান q এর মান 0 হবে না। 
এখানে,
√49 = 7
√8/18 = √4/9 = 2/3 যা p/q আকারে প্রকাশ করা হয়েছে।
0.5 = 1/2 যা p/q আকারে প্রকাশ করা হয়েছে।

একমাত্র √7=2.5475 পূর্ণ বর্গসংখ্যা নয় এবং  p/q আকারে প্রকাশ করা যায় না। 

একটি অন্যটির বিপরীরত বুঝালে সেটি contrast হয় ।বাক্যটি একটি ফিল্মের কথা বলা হয়েছে আকর্ষণীয় ,অন্যটির কথা বলা হয়েছে বিরক্তিকর ।সুতরাং এটি contrast
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তৎসম শব্দ-  স্বামী, পুত্র, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমরা জানি ,
বৃত্তের সমীকরণ (x-a)²+(y-b)²=r²
                   =>(x+1)²+(y-2)²=3²
                  =>x²+2x+1+y²-2y+4=9
                  =>x²+y²+2x-2y+5-9=0
                  =>x²+y²+2x-2y-4=0
Who যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী Auxiliary verb + object এর subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + verb এর past participle form + ?.


১৯২৬ সালের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয় । এই সমাজের কার্যক্রম 'বুদ্ধির মুক্তি আন্দোলন' নামে পরিচিত । বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে আরো যুক্ত ছিলেন:
- কাজী মোতাহার হোসেন,
- কাজী আবদুল ওদুদ,
- আবদুল কাদির প্রমুখ ।
এই সমাজের মুখপত্র 'শিখা' পত্রিকা । যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' 
voice change করতে object হয়ে যাবে sub+must be+verb এর past form+sub হয়ে যাবে object.
One's promises must be kept




ধরি ,সূর্যের উন্নতি কোণ =θ⁰
tanθ⁰=লম্ব/ভূমি =15/5√3 =3/√3 =√3 =tan60⁰
θ=60⁰


always,everyday,sometimes,often,very often,seldom,daily,regularly,occasionally,usually,normally,frequently,every time,when ,whenever ইত্যাদি adverb গুলো অধিকাংশ ক্ষেত্রেই present simple tense এর সাথে ব্যবহৃত হয় ।
২০১০ সালে থেকে আরবের বিভিন্ন দেশে গণতন্ত্রপন্থীদের যে গণজাগরণের সৃষ্টি হয়েছিল তাকে আরব বসন্ত বলে।আরব বসন্তের সূতিকাগার বা উৎপত্তিস্থল হচ্ছে তিউনিসিয়া ।তিউনিসিয়ায় নিজের গায়ে আগুন লাগিয়েছিলেন রাস্তার এক দোকানি মোহাম্মদ বুযাজিজি ।দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ওই ব্যক্তির সেই পদক্ষেপ থেকে জন্ম নিয়েছিল আরব বসন্ত আন্দোলন । ২০১১ সাল নাগাত মধ্যপ্রাচ্যে সংঘাত ও দ্বন্দ্ব সর্বত্রই বিস্তার লাভ করে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়া এসব আন্দোলন ও বিক্ষোভকে 'আরব বসন্ত ' বলে প্রচার করে পশ্চিমা মিডিয়াগুলো ।
- শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক ।
- তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক।
- তার পদগুলো– শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত।
- তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘কবিরঞ্জন’ উপাধিতে ভূষিত করেন।
- তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ : বিদ্যাসুন্দর, কালীকীর্তন।
- 'আমি কি দুঃখেরে ডরাই' - তার উক্তি।
- তার বিখ্যাত গান
"মনরে কৃষি কাজ জান না
এমন মানবজমিন রইল পতিত
আবাদ করলে ফলতো সোনা।"
আমরা জানি ,বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা =১২ সে.মি
                            বৃত্তের ব্যাসার্ধ =৬ সে.মি
আমরা জানি ,
বৃত্তের পরিধি =২πr=২×৩.১৪×৬=৩৭.৭
✔ চন্দ্রপৃষ্টে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযান অ্যাপোলো-১১।
✔ ১৯৬৯ সালের ২০ জুলাই এটি সফলভাবে চন্দ্রপৃষ্টে অবতরণ করে।
✔ অ্যাপোলো-১১ যে স্থানে অবতরণ করে ,সেই স্থানকে বলা হয় শান্ত সমুদ্র। এটি প্রকৃতপক্ষে কোনো সমুদ্র নয়।
✔ এই অভিযানে অংশ নেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং ,মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬ টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। এটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ।
- এককভাবে বাংলায় অনুবাদ করেন হোমারের ওডিসি (১৯৮৭)।

• তাঁর মৌলিক গ্রন্থগুলির মধ্যে রয়েছে:
- বিমুখ প্রান্তর (১৯৬৩),
- আরো দুটি মৃত্যু (১৯৭০),
- মূল্যবোধের জন্যে (১৯৭০),
- আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
- আমার ভেতরের বাঘ (১৯৮৩)
- সীমান্ত শিবিরে (১৯৬৭),
- আর্ত শব্দাবলী (১৯৬৮),
- প্রতিবিম্ব (১৯৭৬),
- শোকার্ত তরবারী (১৯৮২),
- যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
- সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩),
- দক্ষিণের জানালা (১৯৭৪) ইত্যাদি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে নিতুন কুণ্ডু কর্তৃক নির্মিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য 'সাবাস বাংলাদেশ' ।
উল্লেখযোগ্য ভাস্কর্য:
» মতিঝিলের - ‘বলাকা’
» এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য,
» প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’,
» হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’,
» পরীবাগ মোড়ে - ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
» সাতরাস্তায় - ‘ময়ূর’,
» নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।

৩০ ,৪০ ও ৫০ এর ল সা গু এর সাথে ৫ যোগ করা হলে প্রাপ্য যোগফলই নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা।

৫।৩০,৪০,৫০
_______________________
২।৬,৮,১০
__________________
   ৩,৪,৫

∴ নির্ণেয় ল.সা.গু =৫×২×৩×৪×৫=৬০০
∴ নির্ণেয়  লঘিষ্ঠ সংখ্যা =৬০০+৫=৬০৫
When শব্দটি এখানে শর্ত হিসেবে ব্যবহৃত হয়েছে ।শর্ত হিসেবে থাকলে when যুক্ত অংশটি যদি present indefinite tense এ থাকে তবে পরের অংশটি future indefinite tense এ থাকবে
» সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায় ' । মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।

» আনোয়ার পাশার মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত '। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আনোয়ার পাশা এপ্রিল এটি রচনা করেন এবং জুন মাসে সমাপ্ত করেন .

» আগুনের পরশমনি হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। প্রকাশনাকাল- ১৯৮৬।  

» মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন '। উপন্যাসটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের অর্থাৎ ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৭ মার্চের ঢাকা শহরের সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় চরিত্র জাহেদুল কবির খোকার বয়ানের মাধ্যমে ।



বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), একটি বিশ্বব্যাপী অবকাঠামো উন্নয়ন কৌশল যা ২০১৩ সালে ১২৬ টি দেশ এবং ২৯ টি আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণে চীনের সাথে সহযোগিতা চুক্তির মাধ্যমে গৃহিত হয়। ২০২২ সালের মার্চ পর্যন্ত, ১৪৬টি দেশ BRI-তে স্বাক্ষর করে।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) হ'ল সমুদ্রবন্দর, রেলপথ, সড়কপথ এবং শিল্প নেটওয়ার্কের মাধ্যমে চীনকে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকার সাথে সংযুক্ত করার একটি প্রজেক্ট। এটিকে বিভিন্ন নামে হয় যেমন BRI(Belt and Road Initiative) বা OBOR(One Belt One Road) বা One Belt China।
change শব্দটির শুরুতে prefix 'un' এবং শেষে suffix 'able' যুক্ত করা হয়েছে
\
দৈর্ঘ্য BC=√(15²-10²)
             =√(225-100
             =√125
অতএব , ক্ষেত্রফল =5√5×10 cm²
                       =50√5


ইবনে সিনা ছিলেন মুসলিম চিকিৎসক ও বিজ্ঞানী। জন্ম ৯৮০ খ্রিস্টাব্দে; বুখারার কাছের এক গ্রামে, এখন সেটা উজবেকিস্তানে, এক ইসমাইলি শিয়া পরিবারে। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তিনি নিজে শিয়া হলেও কাজ করতেন সুন্নি সামানিদ সরকারের শাসনাধীনে। ১৬ বছর বয়স থেকে ডাক্তারির নেশা জাগে তাঁর। পড়তে শুরু করেন আর আবিস্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায়। ১৮ বছর বয়সেই পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি। একশ’রও বেশি বই ইবনে সিনা লিখে গিয়েছিলেন। তাঁর পাঁচ খণ্ডের আল কানুন আল ফিত-তিবকে বলা হয় মেডিক্যাল শাস্ত্রের বাইবেল। বইগুলো সব লেখা শেষ হয় ১০২৫ সালে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0