'পাখির কাছে ফুলের কাছে' পত্রিকার সম্পাদক কে?

A আল মাহমুদ

B শওকত ওসমান

C শওকত আলী

D আবুল ফজল

Solution

Correct Answer: Option A

আল মাহমুদ
- ১৯৬৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' এবং ১৯৬৬ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্য 'কালের কলস'।
আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। 

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো :
- বখতিয়ারের ঘোড়া,
- দোয়েল ও দয়িতা,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
- দ্বিতীয় ভাঙ্গন।
গল্প :
- পানকৌড়ির রক্ত।
উপন্যাস :
- ডাহুকী,
- আগুনের মেয়ে,
- উপমহাদেশ,
- কাবিলের বোন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions