সাব-রেজিস্টার -২০১৬ (95 টি প্রশ্ন )
Chaucer হলো The Middle English period (1066-1500) এর writer.
Spenser হলো Elizabethan period (1558-1603)এর  writer.
Shelley হলো Romantic period (1798-1832) এর writer.
Swinburne হলো Victorian period (1832-1901) এর writer.

 

 


"tragedies" শব্দটি Plural তাই possessive pronoun Plural হবে, এবং Sophocles এর পর apostrophe এটিকে possessive হওয়া নির্দেশ করে। 

-অপশন (ক) ভুল কারণ, tragedy শব্দটি একবচন কিন্তু ক্রিয়াপদ "are" বহুবচন। 
-অপশন (খ) ভুল কারণ, apostrophe ঠিক জায়গায় বসেনি। 
-অপশন (ঘ) ভুল কারণ, is হবে না are হবে।
 
সুতরাং সঠিক উত্তর অপশন (গ) Sophocles’ tragedies are famous.


 ২১২ - ১৭৯ = ৩৩

১৭৯ - ১৪৬ = ৩৩

১৪৬ - ১১৩ = ৩৩

অর্থাৎ সাধারণ অন্তর = ৩৩

পরবর্তী সংখ্যা হবে ১১৩-৩৩ =৮০ 

সঠিক উত্তরঃ ৮০

 


 

১০, ১২ এবং ১৬ এর ল,সা,গুই হবে কাংক্ষিত সংখ্যা

লসাগু = ২৪০

 

 লব + হর = ১৬ 

হর - লব = ২; যেহেতু লব না হর বড় বলা নেই, তাই আমরা ধরে নিব এটি একটি সাধারণ ভগ্নাংশ। যেহুতু সাধারণত হর, লব থেকে বড় থাকে।

তাহলে হর = ৯ এবং লব = ৭ 

 

 


৩৩(১/৩)% = (১০০/৩)% = ১০০/ (১০০* ৩) = ১/৩
 

১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে

১০ জনে সম্পূর্ণ কাজ করতে দ্বিগুণ সময় লাগবে = ১৪ দিনে

৫ জনে সম্পূর্ণ কাজ করতে আরো দ্বিগুণ সময় লাগবে =২৮ দিন 

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

৩,৭,১০ এর যোগফল = ৩+৭+১০ =২০ 

দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য = ৬০ এর ১০/২০ মিটার

                              = ৩০ মিটার 

 


 

 

 দু’টি কোণের সমষ্টি 180 বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৯০০ এর সম্পূরক কোণ = (১৮০-৯০) =৯০০  

 


 

সমকোণী ত্রিভুজের কয়েকটি কম্বিনেশন আমাদের জানা উচিতঃ

৩,৪,৫

১২,১৩,৫

এবং এদের গুণিতক। 

 

 

1ha= 10000 m²

so, one side of the square will be 100 m

Perimeter or four sides of the square = 400 m

 

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB জ্যা এর OC ⊥ AB হলে
অতিভূজ OA = ৫ সে.মি. এবং লম্ব OC=৩ সে.মি. হলে,
ভূমি = √(৫২ - ৩২)= ৪ সে.মি.

∴ জ্যা এর দৈর্ঘ্য = ৪+৪ = ৮ সে.মি.
 

a+b+c = 0

=> a+b = - c

=> (a+b)3 = -c3

=> a3+ b3 + 3ab(a+b) = -c3

=> a3+ b3 + 3ab(-c) = -c3

=> a3+ b3 -3abc = - c3

=> a3+ b3 + c3 =3abc

 

 2n÷2n-1

= 2n-(n-1)

= 2n-n+1 

=21

=2

 


 ত্রিভুজের ক্ষেত্রফল =  

s = 1/2 (3+4.5+5.5) = 6.5

ত্রিভুজের ক্ষেত্রফল = sqrt{6.5(6.5-3)(6.5-4.5)(6.5-5.5)}

=sqrt {6.5X3.5X2X1}

=sqrt(6.5X7)

Closest answer is 6.75

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

• বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা— ৩২টি।
• বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে— ২টি দেশের (ভারত এবং মিয়ানমারের) 
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে— ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি ।
• ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা— ১টি (রাঙ্গামাটি)।
• বাংলাদেশের সীমান্তবর্তী যে যে জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই— বান্দরবান ও কক্সবাজার ।
• বাংলাদেশের যে দুটি বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই— বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগ ।
• বাংলাদেশের যে বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে— চট্টগ্রাম।
• বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য— ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়)।
• বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা— ৮টি (মুর্শিদাবাদ, নদীয়া, চব্বিশপরগনা, মালদহ, বীরভূম, কুচবিহার, জলপাইগুড়ি ও বারাসাত)। [সূত্র : পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট www.wbgov.com]
• পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ১৫টি।
• আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ৪টি (কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার)।
• ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ৬টি (ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও চট্টগ্রাম)।
• মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা— ৪টি (নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ)।
• ত্রিপুরা ও মিজোরামের সাথে সীমান্তবর্তী ১টি (রাঙ্গামাটি)। শশী।

- North Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।

- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

- ন্যাটোর বর্তমান সদস্য ৩২ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।

- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )।

- ন্যাটোভুক্ত ৩২ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )

- সুইডেন ন্যাটোর সর্বশেষ সদস্য। (৭ মার্চ, ২০২৪)

- ন্যাটোর নতুন মহাসচিব - মার্ক রুত্তে (নেদারল্যান্ডস)। 



• ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল ।
• ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার ফলে ফসল নষ্ট হয়ে গেলে খাদ্যাভাব দেখা দেয়। এতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে প্রায় ১২ কোটি লোক মৃত্যুবরণ করে।
• ইতিহাসে এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।


 

Today, the Schengen Area encompasses most EU States, except for Bulgaria, Croatia, Cyprus, Ireland, Romania and the United Kingdom. However, Bulgaria and Romania are currently in the process of joining the Schengen Area. Of non-EU States, Iceland, Norway, Switzerland and Liechtenstein have joined the Schengen Area.

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯৯৮ সালে বঙ্গবন্ধু বহুমুখি সেতু উদ্বোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়কসহ দীর্ঘতম রেল সেতুর মর্যাদা লাভ করে, যার দৈর্ঘ্য ৪.৮ কি.মি।
- তবে একক বৃহত্তম রেলসেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ।
- সেতুটি কুষ্টিয়া-পাবনা পয়েন্টে পদ্মা নদীর উপর অবস্থিত।
- এর দৈর্ঘ্য ১.৮ কি.মি।
- নির্মাণকাল ১৯১০-১২।
- ১৯১৫ সালে লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0