Which country has filed a case against Israel in the International Court of Justice accusing it of genocide?
Solution
Correct Answer: Option D
- ২৯ ডিসেম্বর, ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
- দক্ষিণ আফ্রিকার ভাষ্যমতে, ইসলায়েল ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে।
- আন্তর্জাতিক আইন অনুসারে, কোন গোষ্ঠীর সদস্যদের হত্যা করা বা শারীরিক-মানসিক ক্ষতিসাধন বা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো, মানবশিশুর জন্মে বাধাদান ও উদ্বাস্তুতে পরিণত করার মতো ব্যাপারগুলো গণহত্যা চালানোর উপায় বলে মনে করা হয়।
- আর ইসরায়েল গাজায় এসব ব্যাপারই ঘটিয়েছে। তাই দক্ষিণ আফ্রিকা ইসলায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করে।