Which country has filed a case against Israel in the International Court of Justice accusing it of genocide?

A Egypt

B Qatar

C Iran

D South Africa

Solution

Correct Answer: Option D

- ২৯ ডিসেম্বর, ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।
- দক্ষিণ আফ্রিকার ভাষ্যমতে, ইসলায়েল ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে।
- আন্তর্জাতিক আইন অনুসারে, কোন গোষ্ঠীর সদস্যদের হত্যা করা বা শারীরিক-মানসিক ক্ষতিসাধন বা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো, মানবশিশুর জন্মে বাধাদান ও উদ্বাস্তুতে পরিণত করার মতো ব্যাপারগুলো গণহত্যা চালানোর উপায় বলে মনে করা হয়।
- আর ইসরায়েল গাজায় এসব ব্যাপারই ঘটিয়েছে। তাই দক্ষিণ আফ্রিকা ইসলায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions