Babar Ali from Chittagong has become the _____ Bangladeshi to conquer the highest peak on earth, Mount Everest.

A Fifth

B Seventh

C Sixth

D None of these

Solution

Correct Answer: Option C

- ১৯ মে, ২০২৪ সালে ৬ষ্ঠ বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী।
- আর ২৩ মে, ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহীম।
- এরপর ২য় হিসেবে ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত।
- ৩য় হিসেবে ১৯ মে, ২০১২ সালে এভারেস্ট চূড়ায় আরোহন করেন নিশাত মজুমদার (প্রথম বাংলাদেশী নারী)।
- ২৬ মে, ২০১৩ সালে ওয়াসফিয়া নাজরীন (৪র্থ) এভারেস্ট জয় করেন।
- ২০ মে, ২০১৩ সালে এভারেস্ট জয়ী ৫ম বাংলাদেশী সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions