Solution
Correct Answer: Option C
⇒ ভুটান দক্ষিণ এশিয়ার একটি ছোট হিমালয় ঘেঁষা দেশ।
⇒ ভুটানের প্রচলিত মুদ্রার নাম হলো গুলট্রাম (Ngultrum), সংক্ষেপে একে Nu. লেখা হয়।
⇒ গুলট্রামের মান ভারতীয় রুপি-র (Rupee) সাথে সমান বা ১:১ অনুপাতে নির্ধারিত থাকে।
⇒ ভুটানে গুলট্রামের পাশাপাশি ভারতীয় রুপিরও ব্যাপক প্রচলন রয়েছে, যার ফলে দুই দেশের বাণিজ্যে সুবিধা হয়।