Which area in excel window shows the input values and formula ?
A Standard Toolbar
B Menu Bar
C Title Bar
D Formula Bar
E None
Solution
Correct Answer: Option D
ফর্মুলা হলো ইকুয়েশন যা ওয়ার্কশীটের ভেলুর ক্যালকুলেশন করে । কোন সেলে বিভিন্ন সেলের সংখ্যার ক্যালকুলেশন বের করার জন্য ঐ সেলে কার্সর রেখে ( = ) সাইন লিখে যেসব সেল অ্যাড্রেসের সাথে গাণিতিক অপারেটর ব্যবহার করে ফর্মুলা লিখতে হয় ।