'পায়ের আওয়াজ পাওয়া যায়'— কি ধরনের রচনা?
Solution
Correct Answer: Option B
- সৈয়দ শামসুল হক (১৯৩৫- ২০১৬) রচিত 'পায়ের আওয়াজ পাওয়া যায়' গ্রন্থটি একটি কাব্যনাটক।
- এ কাব্যনাটকটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- এছাড়া 'গণনায়ক' (১৯৭৬), 'নুরুলদীনের সারাজীবন' (১৯৮২), 'এখানে এখন' (১৯৮৮), 'ঈর্ষা', 'যুদ্ধ এবং যুদ্ধ' তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য।