Solution
Correct Answer: Option D
- দ্যুতি শব্দের সমার্থক শব্দ দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য, কিরণ, শোভা ইত্যাদি।
- অগ্নি এর সমার্থক শব্দ ঃ অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, শিখা, সর্বভুক, সর্বশুচি, পাবন, বায়ুসখা। দ্যুতি অর্থ প্রভা, দীপ্তি।