প্রথম বাঙলা ভাষার ব্যাকরণ কে লেখেন?
A রামমোহন রায়
B ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
C ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁও
D সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Solution
Correct Answer: Option C
- বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ রচনা করেন ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁও।
- 'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগেল্লা ই পর্তুগিজ: দিভিদিদো এম দুয়াস পার্তেস' নামে ১৯৪৩ সালে পর্তুগালের লিসবন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়।
- গ্রন্থটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশ ব্যাকরণের একটি সংক্ষিপ্ত সার এবং দ্বিতীয় অংশ বাংলা-পর্তুগিজ এবং পর্তুগিজ-বাংলা শব্দাভিধান।
- বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ— 'A Grammar of the Bengali Language'— গ্রন্থের রচয়িতা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
- বাঙালি রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ— 'A Grammar in English Language' রচনা করেন রাজা রামমোহন রায়।
- গ্রন্থটি ১৮৩৩ শালী বাংলায় অনুবাদ করে নাম দেওয়া হয় 'গৌড়ীয় ব্যাকরণ'