Solution
Correct Answer: Option A
- যে সমাসে সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- যেমনঃ দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকণ্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।
- কন্ঠের সমীপে = উপকণ্ঠ।