'উপকণ্ঠ' শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

A কন্ঠের সমীপে

B কন্ঠের সদৃশ

C উপ যে কণ্ঠ

D কন্ঠ পর্যন্ত

Solution

Correct Answer: Option A

- যে সমাসে সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- যেমনঃ দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকণ্ঠ, জেলার সদৃশ = উপজেলা, ‌ কথার সদৃশ = উপকথা।
কন্ঠের সমীপে = উপকণ্ঠ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions