'দুর্যোগ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

A দুহঃ + যোগ

B দুঃ + যোগ

C দুর + যোগ

D দুরঃ + যোগ

Solution

Correct Answer: Option B

- তৎসম বিসর্গ সন্ধির ক্ষেত্রে, অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ, নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ- এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়।
- যেমন: দুঃ + যোগ = দুর্যোগ, আশীঃ + বাদ = আশীর্বাদ, নিঃ + আকার = নিরাকার ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions