A জনাব আব্দুল্লাহ হামিদ খান
B অধ্যক্ষ আখতার হামিদ খান
C জনাব আলতাফ হামিদ খান
D অধ্যক্ষ আব্দুল লতিফ খান
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের পল্লী উন্নয়ন তথা পল্লী মানুষের অর্থ- সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও সহায়তা প্রদানের লক্ষ্যে Bangladesh Academy for Rural Development (BARD) প্রতিষ্ঠা করা হয়।
- বিখ্যাত এ প্রতিষ্ঠানটি অধ্যক্ষ আখতার হামিদ খান করতে কতৃর্ক ২৭ মে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।