জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
A আলফা রশ্মি
B বিটা রশ্মি
C গামা রশ্মি
D আল্ট্রাভায়োলেট রশ্মি
Solution
Correct Answer: Option C
- গামা রশ্মি অতিক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
- এর কোন চার্জ ও ভর নেই।
- এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, যা আলফা রশ্মির তুলনায় ১০০০০ গুণ বেশি।