একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্য অনুপাত কত?
A ১৯ : ২৫
B ২৪ : ২৫
C ২০ : ২৫
D ১৮ : ২৫
Solution
Correct Answer: Option A
ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা
২৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০- ২৪) = ৭৬ টাকা
বিক্রয়মূল্যঃ ক্রয়মূল্য = ৭৬: ১০০ = ১৯: ২৫