একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?
A ২৭ বর্গমিটার
B ৩০ বর্গমিটার
C ১৮ বর্গমিটার
D ৯ বর্গমিটার
Solution
Correct Answer: Option A
ধরি, প্রস্থ x মিটার
∴ দৈর্ঘ্য ৩x মিটার
২ (x + ৩x)= ২৪
⟹ ৮x = ২৪
x= ৩
আয়তাকার বাগানটির ক্ষেত্রফল = ৩ x (৩ x ৩)= ২৭ বর্গমিটার