Solution
Correct Answer: Option A
- ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর 'বঙ্গভঙ্গ' হয়।
- বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়।
- নবগঠিত প্রদেশের রাজধানী ও আইনসভা ছিল ঢাকায়।
- 'বঙ্গভঙ্গ' রদ হয় সালে লর্ড হার্ডিঞ্জের সময়ে।