একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. এবং 7 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
= 1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) x উচ্চতা
= 1/2 (9+7) x 8 বর্গ সে.মি.
= 64 বর্গ সে.মি.