ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
A ধ্বনিতত্ত্বে
B অর্থতত্ত্বে
C বাক্যতত্ত্বে
D রূপতত্ত্বে
Solution
Correct Answer: Option D
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (Morpheme)। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রুপতত্ত্ব (Morphology) বলা হয়।