বাড়ি বা রাস্তার নম্বরের পর নিজের কোন চিহ্নটি বসে?
Solution
Correct Answer: Option D
বাক্য পাঠকালে সুস্পষ্টভাবে বা অর্থ- বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন- পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও সুরমা বাংলাদেশের বড় নদী। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। যেমন- ৬৮, নবাব সিরাজউদ্দৌলা রোড, কুষ্টিয়া - ৭০০০