'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর'– বাক্যটি শুদ্ধরূপ কোনটি?
A বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
B বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
C বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
D বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Solution
Correct Answer: Option B
যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন "শ্রেষ্ঠতর" ব্যবহার করা হত, কিন্তু এখানে দুইয়ের মধ্যে তুলনা করা হয় নাই। "শ্রেষ্ঠতম" শব্দটি সঠিক নয়, সর্বশ্রেষ্ঠ হবে। তাই "শ্রেষ্ঠ " শব্দটি বাক্যকে সঠিক করেছে।