নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপোযোগী?
A কবিতায়
B গানে
C ছোটগল্পে
D নাটকে
Solution
Correct Answer: Option D
বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরন করে চলে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপোযোগী।